উত্তরবঙ্গ বাড়ি আমার
ডাংরা পাড়ামৌলা গ্রামটির নাম।
আমার গ্রামটি অপরূপ,
ফুল পাখির মেলা।
তিস্তা নদী বয়ে চলে নিরবধি,
মাঝির মুখে ভাওয়াইয়া গান।
লাঙ্গল জোয়াল কাঁধে কৃষক-কৃষাণী,
তিস্তার চরে স্বপ্ন আঁকে প্রতিদিন।
কিশোর-কিশোরী দল বাঁধে,
তিস্তায় জাল ফেলে বৈরালি ধরে।
এই গ্রামটিতে জন্মেছে গুণীজন,
রেখেছে কত অসামান্য অবদান।
সমাজ সেবায় যার অবদান,
নগেন দেওয়ানি তার নাম।
শিক্ষা বান্ধব,সমাজ সংস্কারক,
স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান।
তার মধ্যে অন্যতম একজন
ইসমাইল বসুনিয়া তার নাম।
শান্তি প্রিয় গ্রামটি,শান্তিতে ভরপুর,
প্রেম-প্রীতি বন্ধনে অটুট সবাই।