ঋণের বোঝা কাঁধে
চিন্তা দিবা-রাত্রি ক্ষণে
নিন্দ্রা নেই, আঁখি মেলি
ভাবনা শুধু ভাবায়।
অবশেষ হায়!
ঢাকা শহর আসিনু
সুখ পাবার তরে
কাজ কর্মে লাগিনু।
অভাবে স্বভাব নষ্ট
মন টা ক্ষত- বিক্ষত
মনের স্বপ্ন মনে রইল
জীবনে যে অভাব শত শত।