শরমের ফাঁসি আজি ফাঁসি
থাকিতে প্রান নিজেরে দোষী
হাড়িতে হাড়িতে বাজায় ঢাক
ডাকিতে গিয়া করি রাগ।

তাহারে কাঁদাইয়া গোপনে হাসি
জলেতে ডোবাইয়া তরীতে ভাসি
চিনাইতে গিয়া দেখাই বাঁক
ভাবনাই মারিয়া করি নির্বাক।

রোদে রাখিয়া ছায়াতে বসি
থাকিতে প্রান নিজেরে দোষী
তেলেতে ভাজিয়া শরমে শ্যামা
উজানে ভিড়াইয়া চাহিগো ক্ষমা।

বাঁধিয়া পা হাতেতে রশি
থাকিতে প্রান নিজেরে দোষী
ভিখারি পথে সবি রইল জমা
লজ্জা দিলাম চাহিগো ক্ষমা।