স্বভাবের অভাব লাগছে ওরে, রুষ্ট মরা গ্রহে
চাঁড়াল মুচি তৃণভোজী, স্বার্থ ভরা দ্রোহে
কেবা মানুষ কে জানেরে, বৃক্ষ তোরে বলি
রক্ত কণার উৎস কোথায়, লক্ষ তার গলি।
নয়ন তাঁরায় পোড়া বালি, দেখায় ওরা খেল
শাঁস খেতে ঘেটে ঘেটে, মাথাই ভাঙে বেল
কানন দীঘি দস্যুপনায়, নষ্ট হল বল
কালান্তরে স্মৃতির পাতায়, দূষণ ভরা জল।