আমি ধুলোয় গড়া ক্ষুদ্র এক ভৃত্য
প্রভু তুমি শান্ত কর আমার চিত্ত
পর গৃহে অবুঝ দ্রোহে পুণ্যকে দোষে
ভুলিয়া তারে জ্বালিয়া মারে আগুন তুষে।

কত দিন গেলে দুজনের, মাঝের দেয়াল ভাঙ্গি
কত আকুতি জপিলে আমার হবে সঙ্গী?  
জ্বলে জ্বলে তোমার প্রেমে হব গো বিধুর
তোমারে পেয়ে লভিব পেয়ালা প্রশান্তি মধুর।

এই বিশ্ব তটে সকল আলো লুটে
সজল নয়নে মোনাজাত ভিড়ো আমার ঘাটে
জমিছে ঝরা পাতা, বেড়েছে পবন ত্বরা
উদ্দাম দরিয়ায় হায় কত ভিক্ষুকে ভরা।

প্রভু তোমার দরবারে কি সঁপিব আর
কয়েদীর শূন্য ঝোলা পাপে হল ভার
ফিরিয়ে দিও না, যেমন চাহি আমার মত
শেষ বিচার দিনে রইবে আমার শীর নত।
  
বুক ফেটে চিৎকার হায়, চোখ ফেটে কান্না
তোমার দয়ায় পাব মুক্তি, মনে জাগে তামান্না
হৃদয় আলো করে সেদিন ভরিবে বেহেশতের সুধা
মিটিবে আমার মিটিবে পিপাসীত প্রানের ক্ষুধা।