আঘাত পেয়েছ? হুম, খুব আঘাত? হুম
মুগ্ধতা ছড়ানো তার নিষ্পাপ স্বীকারোক্তি!

তার নীল দুটি চোখ
যেন পাথরের ফুল।

হৃদয়ে শোকের চেয়ে ক্ষোভের মাত্রা বেশি
কেউ যদি তা জানতো!

ঠিকানা লেখা আছে বন্ধু
ঝিরিঝিরি বাতাসের গায়।

স্বপ্নের বিপরীতে চলছে স্বদেশ।

নেল-পলিশ নাকি নালিশ
কোনটা চাই তোমার?

আমি বেদনার রিকশাওয়ালা
আবেগ আমার মজুরি।

এটা চাপাবাজের রাষ্ট্র
এখানে হাওয়ায় মানুষের যন্ত্রনা ফুলানো হয়।

নগরে নগরে আজ শুনি
হৃদয় ভাঙার প্রতিধ্বনি।

চলন্ত ফ্যান দেখে
স্রোতের গতি পরিমাপ করি
এটাই সন্দিহান হযবরল জীবন।

তার নিশ্বাসই যেন চূড়ান্ত অভিশাপ।

তেলবাজির এই দেশে
বল, নদী শুকায় কেমনে?

ফুল হয়ে ফোটনি
হুল হয়ে ফুটেছ
হৃদয় থেকে হৃদয়ে।