তুমি আমি ভাগ হয়ে যাবো
শুধু এক হয়ে রবে অভিমান।

এক ঝাক নীল তারকা
যেন দুখের প্রবাস জীবন।

আদর্শ আর নীতি কথার
উল্টো পথে বাংলাদেশ।

আমার ঘৃণা সবি ঘ্রান হয়ে গেছে
ম্লান হয়ে গেছে সকল ব্যাথা।

শেষ ভালোবাসা বেসে নিও
আজ হৃদয় জুড়ে মেঘলা আকাশ
ঝড় বইতে পারে
ভাঙতে পারে বাধন গেরো।

বেলা শেষে গানের পাখি
আজ আর নেই, নেই নেই নেই।

বকুল ঝরা দিনে
বন্ধু তুমি কই?
একলা চেয়ে থাকায়
ক্লান্ত হইচই।

ডায়ারিটা আজ বেচে দেব
কোন কথা লেখা, ছিলনা তাতে
শুধু ছিল তোমার স্পর্শের মোহ।

তুৃমি যেমন আমিও তেমন
কেউ কারো নই
তবুও খুজি দুজনার অন্তর জ্বালা।

রাতের অন্ধকারে পোড়ে
কিছু বিষাদ কিছু দু-স্বপ্ন।

জীবন যেন জীবন্ত জাদুঘর
তুমি আর আমি দিকভ্রান্ত শালিক।

স্মৃতি যেন এক বৈরি ইতিহাস
খুজে দেখ ওই রংচটা বিষন্ন আকাশ।

ক্ষুধিত তারা জানে
মেঘের কত বেদনা।

নড়েচড়ে না বসলে
ছোবল খাওয়ায় স্বাভাবিক
মন বদল করে
ছুয়েছি সাপের গর্ত।

হৃদয় জুড়ে ঘুণে পোকার আনাগোনা
তুমি কি বুঝেছ কিছু?