আগ বাড়িয়ে কথা বলা
রাগ বাড়িয়ে পথ চলা
আহা কি মধুময় প্রেম!
আজকাল লবণেও ঘুণ ধরে
আরতো মানুষের মন?
বসন্ত হাওয়ায় ঝরে গেছে সুখের মুকুল।
কত পর হলে ভালোবাসা যায়
কত দূর, বল কত দুর হতে?
তুৃমিহীন দুর্ভিক্ষে
আমি যেন এক বিধ্বস্ত নাবিক।
হৃদয় তলে ডুব দিয়েই দেখ
সুনিবিড় ভালোবাসা কিলবিল করে।
বিষম খেয়ে অনেক কথাই বলতে গিয়ে থমকে গেছো।
চাড়াল মুচি তুলব নায়ে
কাদা মেখে সারা গায়ে
নাও ভাসাবো জলে
দয়াল, লোকে আমায়
মন্দ কথা বলে।।
অন্ধকারে অন্ধকারে, ভীষণ ব্যাথার অত্যাচারে
মন খোয়াড়ে কত প্রেম হয়রে জমা।
কিশোরী মন গেথে গেছে কাটা তারে
চোখের আড়ালে তার ক্রব্ধ হাসি।
তারার মতো আমিও টুপ করে, ঝরে পড়ব তোমার বুকে
কোন এক শরতের সোনালী সন্ধ্যায়।
আজ কি দেখা হবে?
হলেও কি কথা হবে দুজনার?
অভিসারে এসো মিলি দুজনায়
গেরুয়া প্রেম নদীর মোহনায়।
তোমায় দেখে মুগ্ধ হই
দগ্ধ হয় পাষান হৃদয়।