মুক্তির পরেও যদি কোন যাত্রা থাকে
সেই পথের আমি বিস্ময় পথিক।
না পাওয়ার মধ্যে তুমিই শ্রেষ্ঠ সুখ।
লজ্জাবতী পাতার মতো
ঝিমিয়ে আসে সন্ধ্যার আকাশ।
শুধু ভালো কিছুর প্রত্যাশায়
আগুনে পোড়াই আমার স্বপ্নের পাখা।
অসুখের প্রেসক্রিপশনে
লিখে রাখি প্রেমের চিঠি।
আমার বুকে হোক শুন্যতার বিশ্রাম।
জীবন তোমার গল্পও তোমার
শুধু ভাবনাগুলো একান্তই আমার।
আগুনে আর পোড়াবে কি
আগুনেই যার জন্ম।
নিষ্ক্রয় বেদনার চুমুকে
জেগে ওঠে মৃত স্বপ্নের দল।
যুদ্ধ প্রতিবাদ করে প্রেমিকার মন ঘোরানো যায় না
ফেরানোও যায় না।
বিষাক্ত প্রেম, মরলেও কখনো বাসি হয়না।
তোমায় যেন সুখেও ফুল দিতে পারি
দিতে পারি শোকেও ফুল।
ভাবনারও আড়ালে কিছু বিস্ময় থাকে
থাকে তোমার আমার অস্তিত্বের সংকট।
পোপন কথার পায়রাগুলো
দু-চোখের আকাশ জুড়ে ওড়ে।