কি ব্যথা কি ব্যথা
ব্যথা যেন লতা পাতা
আমায় থাকে জড়িয়ে।
চেনা পথে অচেনা পাখি খুজে বেড়ায়
যে ছিল হৃদয়ের খুব কাছে।
সব কিছু মিটমাট হয়ে গেছে
ভেজা চোখের জলে।
টাকার পিঠে লেখা আছে, প্রেম ঝরা কবিতা
প্রেম জমা হয় ব্যাংকের লকারে।
এভাবেই বুঝি চলে যেতে হয়
নিয়ম না মানার প্রতিশ্রুতি দিয়ে।
অধরে অধরে যেন বিদ্যুৎ চমকায়
দুচোখ ভরা তার ক্লান্তি।
বিরোধ ছিল কি বলেই
কাটা হয়ে বেধে দুজনার ভালোবাসা।
লেপ্টে গেছি তোমার চোখে
ঘুম কুড়ানো অল্প শোকে
কে ফেরাবে, কে ফেরাবে
আজকে আমায় তোমার বুকে?
তোমদের সুখ দেখে
আমি হই বিরহে মাতাল।
শত মানুষের ভীড়ে, চেনা মুখটি নেই
অন্ধকারে এই শহরে, কিছু ব্যাথা তো জাগবেই।
যে হাতে ফুল দিয়েছি
সেই হাতেই আজ খুন
তুমি খুন করেছ শব্দচয়ন
আর প্রেমের কবিতা।