ছুয়ে দিয়ে হারিয়ে যাওয়া
মানুষটার খোজ নিয়েছ কখনো?
হয়তো নাওনি খোজ
তবুও তার শূন্যতায়, রাতের গভীরে
চোখের পাতায় কুয়াশা জমে
হৃদয়ে ঝড় ওঠে, হাউমাউ করে
ডুকরে ওঠে আধো ভেজা স্বপ্নগুলো
এ যেন ভালোবেসে, খুব অভিমান করে
দূরে চলে যাওয়া আর বলে যাওয়া
হাজারো স্মৃতির পেরেকে
গেথে দিয়ে গেছ শূন্যতার ব্লাকহোল।


তোমার মায়াবী ঐ দুটি চোখ
যেন মুক্তি দেয়, হাজার রোগ।

জানো কি শংক্খচিল?
ইচ্ছেগুলো ঘুমিয়ে রাখি
তুমিহীন ভ্যাকসিনে।

আজো মনে রাখি
কাউকে দেয়া প্রথম ঘাসফুল।

বিরহ দিয়েই রাঙাবো নাহয়
তোমার আমার প্রেম।

বেদনার মাঝে শুদ্ধ হাসি
প্রতিশোধের শ্রেষ্ঠ অস্ত্র।

স্বপ্নের কবরে ফোটে
ষোড়শী ঘাস ফুল
তুমি চেয়ে দেখো নীল তেপান্তর
চেয়ে দেখো বুকের প্রান্তসীমা।

বিদ্রোহী হে রক্তাক্ত বাংলা
তোমার মুক্তিকে করেছি কারাবন্দী।

তোমাকে ভালোবেসেই
বিরহের প্রতিশোধ নেব।
আমি যেন ঠাটারু ব্যাচেলর।

কাগজের ঠোঙায় বিক্রি হয়
অমেয় শান্তির বাণী।

তোমাকে হারাতে চাই
ভুলে যাওয়া স্বপ্নের মত
ধূয়ার মতো নিঃশেষ হোক
অধরা সব কল্পনা।

একদল ফেরেশতা, একদল শয়তান
মাঝখানে আমি গণতন্ত্র।

যার মুখে যত মধু
তার ছোবলে তত বিষ।

তোমার কাছে যতই আসি
ততই যেন দূরত্ব বাড়ে।