শুদ্ধ প্রেমে আঘাত বেশি
তাইতো আমি দূরে আছি
অন্তপুরেই আছি
বেশ জমেছে
বেশ জমেছে
আজ দুজনার রেশারেশি।
মুক্তি মানে প্রেম
মুক্তি মানেই যন্ত্রণা।
চাইলে তুমি হইযে উদাস
ডাকলে সুরে সুরে।
অতি মায়া যেন সন্দেহের মায়াজাল।
ভোট না দিলেই মামলা
ভোট দেবে
আমলা থেকে কামলা।
বিনা খরচায়, চাঁদ পাহারা দেয়া
প্রেমিকদের স্বভাব।
তুলতুলে ওই শুভ্র মেঘ
যেন গরিবের হাওয়াই মিঠাই।
কাকের প্রশংসায় মুখর, কোকিল
ভুল হয়েছে চেয়ে দেখা
বড্ড ভুল হয়ে গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কখনো
প্রেমিক হতে পারেনি, অনুপমা।
আজ কিবা ছিল কথা
শুধু আখি ছলছল।
বসন্ত হাওয়ায় ওড়ে মেঘের দুকূল
গন্তব্যহীন আমার নীরব যাত্রা।
অভিশাপ নিয়ে জেগে আছে
মৃত শাসক।
তোমার হাসিতে বাজে বিষের বাঁশি।
বিধ্বংসী প্রেমিকের হৃদয় আকাশে
শোন আজ নক্ষত্রের শ্লোগান।