কোমায় চলে পৃথিবীর শ্বাস
মুখর প্রাণে যাতনা বিলাস
অধরা আমার, গোপন প্রিয়া
ভুলে গেছে, তারি দেয়া নাম
পাথরে বুকে উত্তপ্ত হিয়া
হৃদয় গহীনে করে অভিযান।
নিষ্ফল বেদনায়, আত্ন চিতকার
ভরা প্রেম খরাতে শুকায়
ক্ষনে ক্ষনে দমকা ঝিলিক
আহত হওয়া একলা শালিক
নীরবে আধারে লুকায়
ফিরবে কি কখনো তুমি
নষ্ট স্মৃতি বুকে নিয়ে
একান্ত প্রার্থনায়, আনমনে
খেকশিয়ালের হবে বিয়ে
জমা করে, রেখে যাওয়া দিন
দিনে দিনে হয়যে রঙিন
বালুকায় আমার বসতবাড়ি
রাতে মিশে হয়েছি পাষাণ
করিনে আর মিথ্যে আহাজারি।
ভাঙা ভেলায় খেয়া ভাসাই
রুগ্ন মন একলা হাসাই
নিয়মের মাঝে অনিয়ম
শিশির হয়ে মিশে গেছ
সান্ত্বনা জল একলা মোছ
পৃথিবীর বাইরে অধরা প্রিয়জন
আমি ঠিক বুঝিনা, অচল দোলা
সূর্য ঘুমে নয়ন খোলা
আধার মাঝে ঘুম কি তোমার
বড্ড লাগছে অচেনা
কোমায় থাকা পৃথিবীর শ্বাস
আমার, প্রেম দিয়ে কেনা
তোমায় বড্ড, লাগছে অচেনা।