আয়না ধরে চোখের সামনে
কে করে রে মুখ দর্শন?
চিনি না আপনারে
চিনি না নিজের মন।
সরশ ও ভাব কালো চোখে
ভালো কি বলে লোকে?
যাচাই করে দেখা প্রয়োজন
চিনি না আপনারে
চিনি না নিজের মন।
বায়ুর মত আকাশ ফুড়ে
উড়ে উড়ে আপন নীড়ে
লাফায়ে চল তুমি
দাফায়ে এ চারণ ভূমি
খবর কি আছে কাছে
কোথায় মনের বৃন্দাবন?
চিনি না আপনারে
চিনি না নিজের মন।
তোমায় কে করে দখল
মুক্তি কি দেবে সকল?
পাপের আত্না করে বিচ্ছুরণ
চিনি না আপনারে
চিনি না নিজের মন।।