জাগরে তরুণ দেখরে তোরা, কোথায়
পোতা দেশের খোটা
কোন জানোয়ার খাচ্ছে পেড়ে,
রাখছে কেবল ফলের বোটা
নড়ছে কেন জীবন তরী, শঙ্কা মূলে
হাওয়ার দোল
কোটায় পেয়ে চুষে রস, পড়ে আছে শূন্য
খোল
মধুর বিষে বলছে কেরে, আজগুবি সব ভন্ড
কানা
বলতে গেলে ন্যায়ের কথা, অস্ত্র
হেকে করছে মানা
মুখের ভাষায় গুলির আওয়াজ, শুনতে
নাকি পায় যে ওরা
মরা মানুষ দিচ্ছে ফাসি, কাশি
দিলেই বানায় খোড়া।
চোগলখোর আর মিথ্যাবাদি, সত্য সে
হবে ভন্ড
রাতকে যদি দিন না মানে, যায়
নাকি মাথা মুন্ড
দিন দুপুরে ডাকাত দিয়ে, অর্থ কড়ি
করছে হরন
সপে দিয়ে চেয়ারখানা, ধরতে হয়
তাদের চরণ
গলবে না সে বলবে না সে, কোনদিনি
সত্য বানী
কেমন করে উঠলে ক্ষেপে, থামবে সকল
ব্যাথার গ্লানি?
কালনাগিনীরর বিষের ছোবল, করছি
হজম পাথর বুকে
আগ্নেয়গিরির জ্বলবে আগুন, যেদিন
ফুটবে বুলি মুখে।
গুলি সেদিন তুলি হয়ে, রাঙাবো হায়
রাজপথ
মুক্ত করে বন্দী শিকল, পুতব রে ভাই জনমত
পুঁজিবাদ আর স্বৈরচারী শাসন করে
বিশ্ব জুড়ে
অভাগী সব ভিক্ষে করে, মরছে সবাই
কুড়ে কুড়ে
স্বার্থবাদী নষ্ট শাসক, বারথ
হলেই করে রাগ
হত্যা করে মানুষ জাতি, ভিটে
মাটিরর চায়রে ভাগ
হিংসে ভরা পোড়া মনে, ক্ষনে ক্ষনে
করে ফোস
হত্যা করে দলের নেতা, অন্যের ঘাড়ে
দিচ্ছে দোষ।
কেমন করে শান্ত হবে, সে কথাতো
আমরা জানি
বিশ্বের তরুণ দিচ্ছি ডাক, থামাও সকল
হানাহানি।