মন কাননে তারই উড়া উড়ি
ভেজা নীল পদ্ম পাড়ের শাড়ি
পীড়ায় মরি ধরিতে তারই
মায়ায় ভার শ্যামলা নারী।
ললাটে জ্বলে স্বর্ণটিকা
আঁধার মাঝে আলোর শিখা
নিদ্রা ত্যাগী কুঠি চায়
সখার তরে একটু ঠাই।
মন যেন বিন্দু অসমান
কোথায় চলে নাহি অনুমান
জট বাঁধে শাড়ির কোণা
পায়ের চিহ্ন পথে বোনা।
চন্দ্র বদন পুষ্প কায়া
নাইকো পাখা কেবল ছায়া
দিগন্ত জুড়ে বাজে গান
মানব ঢলে রাগিণী ভাসমান।