কত দিনের ব্যবধান, অলক্ষে কেন কর বদনাম?
শ্যাওলা জলে বেঁধেছে সময়ের স্রোত
ভরা বুকে জমিছে চাপা ক্রোধ
দুই তীরে জলের ভিন্ন ধারা, দুটি কূল, দুইদিকে হারা
তুমি ওপাড় হতে আমায় ডাক, মশালখানি ধরে রাখ
যদি গো হাত বাড়াই, পিছন ফিরে মায়ায় পড়ে, যদি একটু দাঁড়াই!
ফেলে আসা সময়, তবে কি তোমায়, ফিরে কি পাব?
তোমার মনের কল্পনায়, উঁকিঝুঁকি রঙের আলপনায়
তাই কি ভাব? ব্যকুলতায় সাঁতরাব, যত্নের আশায় কাতরাব?
ফিরব তোমার কাছে? আশা বেঁধে পাড়ে, পড়ে থাক তীরে
কেন মিছে মিছে? আমি তা ভাবি না, সবি তো আর ছবি না;
রং ছিটালেই হয় কি সবি রঙিন? আটঘাটে বাঁধন কেটে
হারিয়েছি তোমায় শৈশবের সঙ্গিন।
জীবন থেকে যা হয়েছে গোপন, খুঁজিনাতো ক্ষুদ্র ভুবন
চৈত্র দিনে অধীর অপেক্ষায়, অনাগত ভবিষ্যতে নামবো
জীবন যুদ্ধে, কর্ম শুদ্ধে, তারি সন্মান রক্ষায়।
তুমি যতই দাও সান্ত্বনা, আপন নীড়ে ফিরব না
নব সৃষ্টির প্রত্যয় নিয়ে, চলি জীবনের বাঁকে বাঁকে
শুনেছ কি? মাঝি এখনো ভোর রাতে গলা হাঁকে।
মশাল যদি কেড়েই নেবে, আমি তাঁরার আলোয় চলি
ধূলা উড়াই পথে পথে, একলা একা খেলি।