যদি না মোরে দেখিতে পাও
কেন ডেকে কাছেতে নাও
কেন কর হেলা এই অবহেলা
চোখ বেধে কর কানামাছি খেলা।

তুমিতো হাসো আমিতো ভাসি
কি কারণে কেন যে কাছেতে আসি
চাইযে তব বুকে রাখিতে ধরে
প্রজাপতি হয়ে যাও নীলেতে উড়ে।

চোখ মেলে দেখ তারারো মেলা
শেষ কর,কর শেষ তোমারও খেলা।