পাকা ফসল কেটে নিয়ে গেছে মহাজন
অনেক রহস্যের পর ঘোষণা হয়েছে ইশতেহার
শান্তি পৌছে যাবে ঘরে ঘরে
ধানের শিষ কেটে নেয়া, ইদুরের ঘরে হানা দেয়
ক্ষুধার্ত বাচ্চা ছেলেদের দল
চাষী জামা খুলে দেখে তার গতর
চকচক করে ওঠে পোষা গোলামির ঘা
তৃষ্ণা নিবারন করতে গেলে
মনে পড়ে সন্তানের কথা, মা, বউয়ের কথা
কুড়েঘরে উস্কে দেয় অভাবের লাকড়ি
শুদ্ধ নারী নিজ হাতে গড়ে খড়ের পুতুল
শাসকের প্লেটে প্লেটে নবান্নের কুচকাওয়াজ
বিশুদ্ধ যৌবন ও তার অস্তিত্বের হাড়
চিবিয়ে পরিতৃপ্ত হয় রিপাবলিক
কবিদের রিক্ত হাতে মিথ্যে শান্তির বাণী লিখতে লিখতে
অবশ হয়ে পড়ে মহাকালের কলম, হয় প্যারালাইজড।