আমার সুখে তোমারে চাই
তোমার দুখে দেব গো ঠাই
বন্ধু যত হোক না লড়াই
তুমি আমি রইব ধরায়।
এক বসতি একই দেশে
এক তরীতেই রইব ভেসে
সমান ভাগে নেব ডালা
মিটাই যত প্রাণের জ্বালা।
প্রাচীর ভাঙার গান গেয়ে
মিশবে কালো জলে ধুয়ে
এক ডালে হবে কুজন
এক ফুলেতেই বসব দুজন।
এক বসনেই দেব কোঁচা
এক জীবনে জড়িয়ে বাঁচা
সুখ স্বপনে হবে খেলা
এক শয়নে নয়ন মেলা।