যদি থাকে তাহাতে প্রাণ
রচিত হয় অজস্র গান
তব বিরহ নয় গো অপমান
যদি থাকে তাহাতে প্রাণ।
যে বিরহে তুমি হলে অমর
যারে ভাবি ফুল আর ভ্রমর
বাধাতে কি পারে দুটি মনে সমর
যে বিরহে তুমি হলে অমর
মন মলিনতাই যদি ভাবো দুখ
নির্ঝরে ঝরে কাঁদে এই বুক
নিরালে ভাবি তাহারেই সুখ
মন মলিনতাই যদি ভাবো দুখ।
আঁধার বসে জীবন ঘেঁষে
ডুববো সেথায় হেসে হেসে
ভাবো কেন মৃত্যু শেষে
ডুববো সেথায় হেসে হেসে।
ভারালো মুখে ধারালো হাসি
লাজুক প্রণয়ের ধোঁকার বাঁশি
বীণার তারে কাপে ভীমপলাশি
ভারালো মুখে ধারালো হাসি।
নির্জন বনে বিরহ বিচরণ
একাকি সংগীতের কাব্য সংকলন
নাহি নাহি তাহার মরণ
নির্জন বনে তোমার বিচরণ।
পরাতে চায় গলায় ফাসি
প্রাণ ফোটায় সে রাশি রাশি
পথ দেখায় আলোর বেশি
পরাতে চায় গলায় ফাসি।
সকাল সাঁঝে জীবন বাচে
হৃদয় আয়না আলতো ঘুচে
তার মহিমা রাখি উচে
হৃদয় আয়না আলতো ঘুচে।