ফিরে দিলেও যাবোনা ফিরে
আমার সকল আশা তোমায় ঘিরে
তুমি বীনে এই সংসারে
কে আছে আমার?
দয়াল কে আছে আমার?
মনের লন্ঠন নেভে নেভে
স্বাদ পায়না মরা জিভে
কবে জানি রসের মধু
নেবো দয়াল ধারে?
তুমি বীনে এই সংসারে
কে আছে আমার?
দয়াল কে আছে আমার?
কাচা মনের বাশের খাচা
ঢুকলেরে চোর যায়না বাচা
বিনয় হয়ে রইব পড়ে
তোমার দরবারে
তুমি বীনে এই সংসারে
কে আছে আমার?
দয়াল কে আছে আমার?
কালাজ্বর লেগে গায়ে
মরন এলে অনাদায়ে
বাচবো কোন উপায়ে
বিচার হলে ওপাড়ে?
তুমি বীনে এই সংসারে
কে আছে আমার?
দয়াল কে আছে আমার?