এসে কত বেলা, প্রাণে বাজে সুর
তুমি গেঁথে মালা, চলে গেছ দূর
নীড়ে ফেরা পাখি, করে ডাকাডাকি
তোমাতেই খুঁজি, নিশিতেই রোজই
মেঘে খেলে ঢেউ, প্রভাতের রোদ্দুর
মিলনের তরী, জলে ওঠে ভরি
ডুবে গেছে সাঁঝে, নীল নীল লাজে
দেখলেনা চেয়ে, আকাশের পরী
তোমারি ফেরার পথে, দুজনায় এক সাথে
শশী আলোয় আজ, হল চোখাচোখি
ফাল্গুনী ঝড়, হৃদয়ে করে ভর
পুরনো সে দিন, কেন যে রঙিন?
তারি ছোঁয়ায় ওগো তোমারে আঁকি
নিশিতে ডুবি, গান থৈ থৈ
আশাতে বাঁধি, নিরালে কাঁদি
পাশে রাখা না বলা, কবিতার বই
দেব বলে কত ফুল, বারেবারে হল ভুল
কূলে এসে খেয়াতে, দিলে গো পাড়ি
না বলা কথা, পুরনো ব্যাথা
সবি ওগো রইল গোপন
পাখির ডানায় লিখে জানাই
নয়নে জমা, কত যে স্বপন
চকিত চাহনি, প্রাণে যে দোলে
গগণে তাঁরা, দেখিসনে তোরা
আজি বঁধুয়া আমার, আঁখি যে খোলে।