আদি নেশার সুরেলা সৃষ্টি
অনির্বাণ প্রেমে পোড়ে দৃষ্টি
দুটি হৃদয়ে একই গান
দুর্জয় স্নেহে জাগে প্রাণ।
মরু চিরে সাগর তীরে
অরণী ভরি ঝিনুক কুড়ে
জট বাঁধা ললনার কেশ
বদনে নাহি ভাবনার রেশ।
দুলে বাজে দুষ্ট ধ্বনি
ওহে তরুণী তোমারে চিনি
পুঞ্জ ব্যাথা কুঞ্জ বনে
আরোগ্য লভে তোমার আগমনে।
নয়নে ঝরে বিন্দু জল
রত্নে ভরিল ধরণীতল
জীবন পিয়ালায় জাগে তৃষা
ঝরা শেফালী মেলায় দিশা।
সেবা পেয়ে ফেরে বল
কালা পাহাড়ে সবুজে ঢল
নির্মল প্রেমে বাধিবার অভিলাষ
আদি হতে অনাদি বারোমাস।