জীবনটা খুব বেশি ভাবলে সব কিছু মাটি মনে হবে,
কিছুতেই কিছু নেই জেনেও সব কিছু খুঁজে বেড়ানো অভ্যাসে তুমি আমি ,
সেই অভ্যাসের বশে বেঁচে বেঁচে অথবা যদি মরে বেঁচে তবু ক্লান্ত হই না আমরা ,
তুমি ডাকলে আমি আজই চলে যেতে পারি,
আবার যদি কেউ কোন দিন না ডাকে তো নিজেই যেখানে ইচ্ছা চলে যাব কোন দিন ।
সময় কি আছে কোথাও চলে যাবার!
অথচ দেখো অফুরন্ত সময় আছে পৃথিবীর কাছে,
সময় তোমার হাতেও কিছু কম নেই,
সময় কী কম ছিল আজ থেকে এক হাজার বছর আগে,
অথবা ধরো যদি বলি লক্ষ বা কোটি বৎসর আগের বা পরের সময়,
হিসেবে নেব আমি কোনোদিন পৃথিবীর কাছে ।
দ্রুততার যুগে আমরা ভাসছি -
ভাসছি তুমি আমি ।
সময়ের হিসেবে নিতে নিতে কোনোদিন
পৃথিবীর আয়ূ ভুলে গেলে -
ভুলে যাব জীবনের মানে ।
দ্রুততার মানে সব কাজ দ্রুত হয়ে গেলে অনেক সময় পাবো নিজের বেঁচে থাকার ।
জন্য ।কিন্ত দ্রুততায় আর কম্পিটিশনে আমারা ভুলে গেছি সেই সময়ের মূল্য যতটা দেওয়া যায় আমার ব্যক্তিগত কারণে,
বা দিতে পারি তোমার জন্য -
এক শান্তিপূর্ণ, স্বচ্ছন্দ পরিবার, সমাজ ও পৃথিবী গড়ার জন্য ।