শরীর জুড়ে মনকেমনের রোগ,
ফিরতি হাওয়ায় উড়ছে যত ছাই,
তেষ্টা পেলে কয়েক ফোঁটা এখন-
মাঝেমধ্যেই  বুকের জল খাই !

দুঃখবাদেই বিন্দু বিন্দু অবক্ষেপন,
পাথার ডুবে স্মৃতির আনাগোনা ,
কয়েক পিস মাছ ছেড়েছি,সদ্য
নাম গুলো বলবোনা ।

বাড়লে বৃষ্টি,ওজন কমে-
হাপুস চোখে,ওষুধ হাতড়ানো;
ফ্যাদাম মেপে নামতে পারো,সখি-
সহজ এখন সাঁতরানো।

কল্কে পেলেই নতুন জোট,
পাটল আকাশ,ভোলাবে চোট
পুরোনো একটা শখের নেশায়
গড়বো,‘নিরেট’ হাউসবোট।।।