বিরহী সেই বাঁশী আমি শুনেছি -
দখিনা হাওয়ার মত;
সে বাঁশী ছুঁয়ে গেছে সকল হৃদয়ের সুপ্ত ব্যথা।
ফোটেনি বকুল! ফোটেনি টগর!
ব্যথিত রক্তে লোহিত বরণে পলাশ।
রঙের পর রঙ ছাপিয়ে সৌভাগ্য বর্ণহীন -
তবুও .... আক্ষেপ নেই।
ভুলে গেছি আমিও মানুষ!
যতদূর চোখ যায় শ্যামলিমা বিরান প্রান্তর।
এখন, ওদের আকাশে প্রগতির ঘন শ্রাবণ -
আর আমার, নিদারুণ অগ্নিবাণে তৃষিত ভূধর।