তোমাকে ভুলে যাওয়ার একটা বাহানা খুঁজে পাচ্ছি না।
রোজ দিন বাহানা বানিয়ে চলেছি, অথচ বাহানা হচ্ছে না
ভুলে যাওয়ার মতো একটা বাহানা কোনোভাবে ঠিকঠাক হয়েই উঠছে না!
কোথাও তুমি নেই আমার দুচোখের সীমানায়,
দুবাহুর আঙ্গিনায়,
কোনো নির্ঘুম রাত্রির বাসনায়,
রাত জাগা কোনো কবিতায়
কোথাও তুমি নেই;— তবু
তুমি দু'চোখের কোটরে প্রতিদিন নির্ভীক ঘুরে ফেরো।
তোমাকে এড়িয়ে চলে যাই, তুমি ফের চলে আসো
রাত হলে তোমার ঘুঙুরের তাল—
কানে বেজে চলে তোমার কোমল পায়ের আওয়াজ নিশ্বাসে বাতাসের নরম চলাচল আমাকে জাগিয়ে রাখে
আমি ঠিক ঘুমোতে পারি না।
কতকিছু ভুলে যাই— সকালের চা’য় চিনি,
রাতের ঔষধ,
PC’র পাসওয়ার্ড
কতকিছু ভুলে যাই—
শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে
তোমাকে ভুলে যেতে পারছি না৷
কোনোরকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবেই ভুলে যেতাম—
তুমি আর কী এমন!
২৪ মার্চ ২০২১