এই তুমি নিজেকে কভু অবহেলিত ভেবো না
শত ঝড় আসবে তুফান তুমি ঝরে যেওনা ।
যতনা যত আসবে তোমার এ জীবন জুড়ে
মন তুমি নিরাশ হয়ো না থাকো ধৈর্য ধরে ।

গাছের ডালে পাখির বাসা দেখেছ কি কভু
ঝড় ঝাঞ্ঝার পরেও সে বসে রয় তবু ।
অধৈর্য রা অসফল রয় জীবন সমুদ্রে
অথৈজলে যায় হারিয়ে কুল পায়না খুঁজে ।

ঐ নাবিক দেখেছো বুক ফুলিয়ে চলে সাগর মাঝে
বিচলিত সে হয়না কখনো  বিশাল ঢেউ দেখে ।
সাহসীরা হারে না কভু ডরে না তারা কাউকে
পিছুটান যার পরাজিত সে ঘরে কিবা সমর যুদ্ধে ।

হুঙ্কার ছেড়ে ওঠো এবার শাসন করবে বিশ্ব
পাশে দাঁড়াবে সবার তুমি আছে যারা নিঃস্ব ।
তুমি পারবে তুমি করবে তুমিই সবার নেতা  
ছুঁড়ে ফেলে ডর ভয় সব পিছুটান যত জড়তা ।

রচনাকালঃ-
০২০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।