সকালের সূর্য সবে আড়মোড়া দিয়ে উঠবে
তার আগেই কিছু মানব জেগেছে,
ধর্মপ্রাণ মানুষগুলো নামাজ,পুজা,প্রার্থনা সেরেছে
যারযার নিয়মানুসারে ।
টেবিলের উপর প্রিয়তমার রাখা নাস্তাটুকু
পুরো শেষ না করেই ছুটেছে যার যার কর্ম পথে
চাষিরা ক্ষেতখামারে, জেলেরা অথৈজলে ।
প্রাণবন্ত শরীরে সেকি ছুটে চলা,
স্নিগ্ধ হাওয়ায় কতরকম সুগন্ধির মিশেল;
মনের ক্যানভাসে কত নানান রঙ্গের স্বপ্ন
ঠোটের কোনে একচিলতে মুচকি হাসি,
কখনো বা একটা দীর্ঘশ্বাস ।
বিকেলে ঘরফেরা মিছিলে আমিও শামিল থাকি
সকালের সেই ফ্রেশ চেহারা কেমন
কালোবর্ণ ধারণ করেছে, কি মলিন দেখতে ।
পা গুলো যেন আর এগুতে চাচ্ছেনা সম্মুখপানে
মাথাটা কেমন ঝিম ধরে আছে, রাজ্যের অশান্তি
ভর করে আছে প্রাণবন্ত হাস্যোজ্জল অন্তরটা ।
ঘরের মেঝেতে চিৎপটাং হয়ে স্বপ্ন আঁকা শুরু হয়
নতুন আরেকটা দিনের, কিছু নতুনের আশায় ।
রচনাকালঃ-
২৮০২২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।