মিথ্যার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে,
দাঁত কেলিয়ে অট্টহাসিতে মেতে উঠা লোকটি আমি ।
বিশাল রাজপ্রাসাদের চূঁড়া থেকে নিচ অব্দি
প্রতিটি কংক্রিটের খাঁজে গুঁজে দিয়েছি
মিথ্যার সিমেন্ট বালি,অস্তরনেও একই বস্তু।
দেয়ালে লেপ্টে দেওয়া রঙে থিনার মেশাইনি,
তাতে ঢেলে দিয়েছি মিথ্যার ফুলঝুরি;
আবেগের সংমিশ্রণে তাকে করে তুলেছি মায়াময় ।
আমার পরিচয়ে আর ভালোত্বের মুখোশ লাগবে না,
উন্মোচিত চেহারায় আজ প্রকাশ পেয়েছে
অগণিত মিথ্যা মিথ্যা আর মিথ্যা ।
ভালো? সেতো কপালের লিখনেই নাই ।

রচনাকালঃ-
২০০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।