তুমি স্বপ্ন রাঙাতে একবার হলেও
আসিবে কি আমার স্বপ্নে,
আমি চাই তোমাকে আমার আকাশে
চাঁদ হয়ে মৃদু হাসি হাসবে ।
আমি অবাক নয়নে বারবার তাকিয়ে
দেখব তোমাকে ওগো দেখব,
তোমার হাসিতে মাতবে জগৎ মোর
খিলখিলিয়ে যব তুমি হাসবে ।
গোলাপের পাপড়ি লাগেনা ভালো
তুমিহীন যদি রয় পড়ে,
ওই রজনীগন্ধাও সুরভীত নয়
দেখেছি আমি তাও শুঁকে ।
এই ভুবন আমার হবে না সুখি
যদি হয় তুমিহীন,
বিষাদ আমার ছাড়বে না কভু
জমিনেই হব বিলীন ।
রচনাকালঃ-
০৫১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত।