নতুনের গান লিখেছিলাম
গাইবে তরুণ যারা,
বিক্রিত আজ টাকায় সমাজ
সকলেই দিশেহারা ।
বই পড়ে কেউ মানুষ হয়না
শিক্ষিত হয় বটে,
আদর্শ আজ মুখের বুলি
বুদ্ধি বেচিয়া হাটে ।
গঞ্জে বলো কি শহর বলো
অমানুষের জয়ধ্বনি,
মস্তিষ্কে তাই পঁচন ধরেছে
কীটের ছড়াছড়ি ।
এ সমাজ কভু বদলাবে না
যদি না বদলে তরুণ,
নতুনের গান গাওয়া হবে না
হবে ইতিহাস করুণ ।
রচনাকালঃ-
৩০১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত