ধমনীতে মোর রক্ত বহে
নইতো আমি রক্তহীন,
রক্তবন্য বইবে যদি
ভাবো আমায় সংজ্ঞাহীন ।

শান্ত ছেলে শান্ত থাকি
এটাই আমার স্বভাব,
প্রয়োজনে পারি গর্জে উঠতে
দিতে মিথ্যার জবাব ।

বখতিয়ারের ঘোড়ায় চড়ে
ধরিয়া শমসীর,
রক্তচক্ষু ভয় করিনা
সন্তান ভাষানীর ।

এই উজান ভাটির বঙ্গের মাটি
আমার শরীরেও আছে,
পারবেনা জালিম জোর খাটিয়ে
অধিকার কেড়ে নিতে ।

আমি প্রতিবাদী প্রতিরোধী
উদ্যোম চির দুর্বার,
আমি চিরঞ্জীব রণবিপ্লবী
জমানার বখতিয়ার ।

রচনাকালঃ-
১৫১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।