চারিদিকে সব স্বার্থের টানে ছুটে বেড়াচ্ছে
নেশা,এ এক আজীব স্বার্থের নেশা ;
এখানে দেশ-ধর্ম-জাতীর কথা কজনেই ভাবে?
পর-স্বার্থের হিসেব করতেই ভুলে গেছে
এই গ্রহবাসী ।
ওদের শোধরানোর কি কেউ নেই?
ওরা কি কখনই অন্যের কথা ভাববে না?
নাহ, ওরা ভাববে না,এমনই থেকে যাবে;
কাল থেকে মহাকালব্দি ।
পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে চলছে
এখানে প্রেম-ভালোবাসা,মায়া-মমতা
প্রীতি-শুভেচ্ছা আর বিনিময় হয় না;
যদি স্বার্থ থাকে?
তাহলেই সবাই ভালোর খবর পুঁছে
গলায় জড়িয়ে ভালোবাসার
অভিনয় করে যায় ।
স্বার্থবাদী পৃথিবীর মায়ায় সবাই জড়িয়ে
আছি, আপন স্বার্থের টানে ।
স্বার্থপর, মহা-স্বার্থবাজ ।
রচনাকালঃ-
২৯১১২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।