নিজের নামটি অন্য মুখে
শুনতে বারি মিষ্টি লাগে,
এই দেখ ভাই কি লিখেছে
পড় দেখি একটু জোরে ।

আমার লেখা পত্রিকাতে
খবর পাতার একটি কোনে
কেমন হলো পড়েছ কি
আমায় পড়ে শুনাও দেখি ।

বই ছেপেছে মস্ত বড়
লেখা আছে আমার তাতেও
বইটি তুমি কিনেছ কি
উপহার কেউ করেছে কি?

বল দেখি লেখক কে সে
যাহার লেখা ছেপেছে বইয়ে
পত্রিকা বা পাক্ষিকেতে
ভালো লাগে তারিফ শুনে ।

আরে ও ভাই তুমি নাকি
তোমার লেখা পড়লাম আমি
কি দারুণ লেখা তোমার
যেন মহা-মিষ্টি ভাণ্ডার ।

উৎসর্গ
কাজী সফী আবেদীন ও প্রিন্স মুহিব্বুল্লাহ ভাই কে

রচনাকালঃ-
০৪০৩২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।