মাথায় টুপি লম্বা জামা
তিনি কি ভাই মাওলানা?

মুনাজাতে ঠায় দাঁড়িয়ে
আমীন তাহার লম্বা সুরে ।

হাত নাড়িয়ে সালাম জানায়
বলে দিয়েন ভোটটা আমায় ।

আমার চাচি আমার মাসি
এই যে দেখো আমি এসেছি ।

চলতে কষ্ট রাস্তা খারাপ
করব সহি ভোট দিও বাপ ।

মাথায় আমার হাত বুলিয়ে
দাও গো সবে দোয়া করে ।

আরে ও ভাই যাচ্ছো কোথায়
এসো না ভাই হাতটি মিলাই ।

বুকটি মিলাই কোলাকুলি
ভোট এসেছে ঈদের খুশি ।

রিক্সা মামা এইযে শোন
ঘামে শরীর ভেজা কেন ।

গামছা কেন দেব তোমায়
ভোটটা দিও বাক্সে আমায় ।

সবার দুঃখের সাথি হব
যেদিন আমি সংসদ হব ।

রচনাকালঃ-
১৪১১২০১৮ খ্রীস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।