আমাতে তোমাতে কিসের ফারাক
তা ঈশ্বর নিজেই নির্ণয় করেছেন
তুমি আমি নই,আমি তুমি নই
সমতার আওয়াজ তুলে কি লাভ?
তারচে বরং,তুমি তোমার মতো থাকো
আমি ছোব না তোমায়,পেলে কোত্থাও
নিজের মত করে পেলে, বিলীন হবো
আমি তোমাতে, তুমি আমাতে;একাকার ।
উৎসর্গ
পারুল