একটি নির্জন কক্ষ,আলোকিত লাইট গুলো
নিভিয়ে দেওয়া হয়েছে,
হালকা ঠান্ডা হাওয়া পুরোঘরে ।
টিমটিম করে জ্বলছে আবছা আলোর ক'টা বাতি ।
পুরো ঘর জুড়ে মৌঁ মৌঁ করছে গোলাপের সুগন্ধি;
বাইরে পিনপতন নিরবতা, সবাই হয়তো ঘুমিয়ে ।
সুন্দর পরিপাটি করে ঘরটি সাজানো হয়েছে,
সব কিছু গোছালো,কোথায় এলোমেলো ভাব নেই
মখমলের বিছানায় ছড়িয়ে দেওয়া হয়েছে
গোলাপ বেলি ও রক্তকবরীর পাপড়ি,
সুরভিত মুগ্ধতায় রুদ্ধবাক ।
বিছানায় উপবিষ্ট এক রহস্যময়ী, শুধুই রহস্য;
ঘন কালো চুল ছড়িয়ে আছে তার স্কন্ধে
বুকের কাপড় সরিয়ে সে হেলান দিয়ে বসা,
তার নিশ্বাসের দৃশ্য হৃদয়ে তোলপাড় তুলছে;
ডাগর ডাগর কালো আঁখি জাদুময়।
পাশের টেবিলে রাখা রেড ওয়াইনের বোতল
দু'টোই আমাকে আহবান করছে, বিগলিত হও ।
পৃথিবীটা কেমন নাউয়ের মত দুলছে,
এদিক থেকে ও দিকে বাতাসের তালে
একটা নিশ্বাস আমায় আরো নেশাগ্রস্থ করে তুলছে
গোঁঙানোর একটা শব্দ আমাকে কেমন
হিংস্র করে তুলছে,আমি হিংস্র ;
নিষিদ্ধ রাত আরো দীর্ঘ হোক আরো দীর্ঘ ।

রচনাকালঃ-
০৪০৪২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।