কিছু পর,হুম কিছু পর
জীবনের খাস একটি মূহুর্তে
দূর থেকে এসে সঙ্গ দেয়;
মায়া প্রেম ভালোবাসা জাগায়,
হেসে উঠি ওদের হাসি দেখে ।
খারাপ হয়ে যায় মন,যখন
ওদের মলিন দেখি,ওরা পর
হুম তবুও ওরা পর, নিকটবর্তী পর ।
ওরা আসে, ওরা হাসে, ওরা কথা বলে
উচ্ছ্বাস জাগায় মননে
আমিও হাসি খিলখিলিয়ে ওদের সাথে ।
তোরা পর,হুম তোরা পর ।
বিচ্ছেদ হয়তো সাময়িক, তবে
হৃদয়ের রক্তক্ষরণ কি তোরা দেখেছিস?
চোখের কোনায় আসা অশ্রুকে থামিয়ে
বললাম,কার জন্য? হুম কার জন্য?
আমি কেঁদেছি, নিরবে, হ্যাঁ নিরবে
তোরা পর, নিকটবর্তী পর ।

উৎসর্গ
শান্ত,রিমন,বাপ্পী, শিপন...
ভালো থাকিস তোরা ।

রচনাকালঃ-
১০০৩২০১৯ খ্রিস্টাব্দ  
আজমান,আরব আমিরাত ।