আরে ও ছোকরা! ছোকরা?
কি করছো তুমি? পুকুরঘাটে ;
আর,আর ওটা কি? দেখাও দেখি,
এই যে দেখুন, দেখছেন?
এটা আমার জাতীর চিহ্ন,চিনেছেন?
আমার আত্মপরিচয়, আমার ভালোবাসা ।
তা করছো কি? সাবানও দেখছি সাথে,
ও হ্যাঁ,ধুচ্ছি একে সাবান দিয়ে
তা কেন বাপু,ওতে কি ময়লা লেগে আছে?
না বাপু না,ময়লা নয়, ওটাতে চেতনা লেগে আছে
আজ সাতচল্লিশ গত হল,একে সব্বাই নিজের মত
যাচ্ছেতাই ব্যবহার করেছে,কলুষিত করেছে হাদারামরা ;
দেশদ্রোহী আর সন্ত্রাসীরা,লুটেরা আর সমাজপতিরা ।
ভালো,তা তুমি কি করবে শুনি?
আমি তো একে ভালোবাসি,সেই জন্মলগ্ন থেকে ।
বুকেতে জড়িয়ে রেখেছি তাকে, মাথায় পাগড়ী বেঁধে ।
এই দেহতে প্রাণ থাকতে কবু, কেউ পারবে না কেঁড়ে নিতে ।
এই পতাকার জন্য যদি লাগে ফের, ময়দানে রক্ত ঝরাতে ।
রচনাকালঃ-
১৬১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।