দিত্ত্ব থেকে বাহির হয়ে
নতুন পথে চল জাতী
নয়তো সবি শেষ হবে
সঠিক দিশায় ধর ছাতি ।
দেশের হালাত বহুত খারাপ
নৌকা চলে রাজপথে,
চামচামি তে ব্যস্ত চাচায়
নাঙ্গল ফলায় জং ধরে ।
কাস্তে কুড়াল মোমবাতি আর
মশাল এখন চলে না,
ধানের বীজে প্রচুর ভেজাল
ভালো ফলন হবে না ।
আরো কত আছে যত
নাচের পুতুল সব,
দাফন কাফন শেষ হয়েছে
পঁচবে তাদের শব ।
ডিজিটালের চাপের মুখে
দেশ রসাতলে
ভরসা তাই রাখো ও ভাই
ভাল মানুষ পেলে ।
রচনাকালঃ-
০২১১২০১৮ খ্রিষ্টাব্দ
আজমান,আরব আমিরাত ।