এক দুই তিন করে একে একে সবে
জড়ো হয় কথকেরা নিকোটিন হাতে,
এ পাড়ার বড় ভাই এসে হেলেদুলে
হালচাল পুঁছে সে জোরে হাঁক ছেড়ে ।

সমস্বরে সকলে হালচাল বলে
চুগলিতে মশগুল এইকিছু পরে,
ভাষনের মত কেউ জোর আওয়াজে
রাজনীতি আনে কেউ সে মজলিশে ।

জোরে কেশে চাচা বলে ওহে শোন তোরা
চা'র বিল কে দেবে করো ফয়সালা,
আশপাশে বিদেশী কেউ কি আছে
কত বিল হলো যেনো লিখো তার নামে ।

গল্পের ফাঁকেফাঁকে নিকোটিন ধোঁয়া
কথা পিঠে কথা বলে যায়না ছোঁয়া,
বড় ভাই যাহা বলে ঠিক সব তাহা
চুগলির মজলিশে দামী চামচারা ।

ছোট যারা চুপচাপ বেঞ্চিতে বসে
শিখে নেয় ঠিকঠাক বড়দের দেখে,
দিন মাস সাল বেয়ে কিছুযুগ পরে
একদিন তারাও বড়ভাই হবে ।

রচনাকালঃ-
১৬০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।