ছিলো এক গুলজার মোর ব্যারাকে
অসীম সাহস তার ছাতি উঁচা বটে ।
দেশপ্রেম ভালোবাসা সব ছিলো বুকে
শত্রুরা ভয়ে মরে নাম তার শুনে ।
সন্ত্রাস বদমাশ যত ছিলো দেশে
নির্মূল করেছিল গুলজার জমে ।
রাজপথে গুলজার ঘুরে ঘরেঘরে
জঙ্গির দূর্গ দিলো গুড়িয়ে ।
মেধাবী চৌকস চঞ্চল কাজে
গুলজার ছিলো তার সর্ব আগে ।
একদা কালোরাত দেশে নেমে আসে
শহীদ হলো গুলজার শত্রুঘাতে ।
গুলজার জন্মে শতাব্দে এক
দালালে ভরপুর তার প্রিয় দেশ ।
খায়দায় ঘুমিয়ে দালালী তে শেষ
সরকারি রেশনে আছে তারা বেশ ।

রচনাকালঃ-
৩১১২২০১৮ খ্রিষ্টাব্দ
আজমান,আরব আমিরাত ।