সুবহে সাদিক,আমি বেঘোর ঘুমে আচ্ছন্ন
সেই রাতের প্রথম প্রহর থেকে
স্বপ্নেরা লুকোচুরি খেলছে, রঙ বেরঙের;
ফজরের আজানের এখনও অনেক সময় বাকী
দেখলাম,আমায় ঘিরে আছে কিছু বন্দুকধারী;
আমি আক্রান্ত ।
ছোট্ট একটা খুঁপড়ি ঘরে আমায় নিয়ে যাওয়া হল,
চেয়ারে বসা একজন নওজোয়ান,
সুঠোম দেহী;কালোজামাবৃত বিচারক ।
চেহারায় বিরক্ত ও ঘৃণার ছাপ,
আমায় দেখে রাগে ফুঁসছে ।
পিঠমোড়া করে বাঁধা হয়েছে,
বন্দুকধারীরা স্বজোরে ধাক্কা দিয়ে
হাঁটু গেড়ে বসতে বলল;বিচার হবে।

একেএকে আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হলো,
দেশ-জাতী,সমাজ-সংসার ও যুব অবক্ষয়ের জঘন্য অভিযোগ ।
আমায় জিজ্ঞেস করা হলে বললাম,এসবের জন্য আমিই দায়ী।
দেশ ও জাতীর জন্য আমি কিছুই করতে পারিনি,
পারিনি সঠিকভাবে পরিচালিত করতে আমার সমাজ ও সংসার কে।
আর যুব অবক্ষয়? সেতো আমি চেষ্টা-ই করিনি,
আমার যুবদের এই পদস্খলনের জন্য আমিই দায়ী।
ন্যায়, নীতি, আদর্শ কিছুই তো
আমি শেখাইনি তাদের ।
আমি আমার ভবিষ্যৎ কে অঙ্কুরের বিনষ্ট করে দিয়েছি ।
অভিযোগের ভিত্তিতে আমার রায় ঘোষণা হলো,
কালো স্কার্ফে আমার চোখ বন্ধ করে
নিয়ে যাওয়া হলো ফায়ারিং স্কোয়ারে,
আমি বৃত্তের ঠিক মাঝে ।
স্কার্ফ গলে আমার অশ্রু গড়িয়ে পড়ছে ;
শেষ যে শব্দ আমি শুনতে পেলাম, তা হলো...
শুট দ্যা ব্লাডি হেল...
আমি লুটিয়ে পড়লাম মাটিতে ।

রচনাকালঃ-
০৯০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।