রঙ মেখে চকচকে তকতকে চেহারায়
ঝকঝকে পকপকে সুন্দরী সাজে হায় ।
ফুলো চুল মাথাতে ইয়া মোটা খোঁপারে
পাখি উড়ে মনে ভাবে বাসা তার কোথা যে।
দুষ্ট মিষ্ট ওরে প্রিয় বৃষ্টি ঘুরে যাক দৃষ্টি
আজ থাক আর না কাল হবে মিতালী ।
বাবা বলে এই মেয়ে বাড়ী তোর কোথারে
মেয়ে মোর সুন্দর তোর মত নয় হে ।
মা বলে ভেংচিতে ঢং দেখে বাচিনা
বলি হও সাবধান রংঢং ভালো না ।
দাদী দেখে মাড়ি হেসে গড়িয়ে পড়িলো
দাদা করে ঝঁড়ফুক জিনভূত আসিলো।
বর তার আচানক বউ দেখে শিউরে
ভয়ে তার ধকধক বুক উঠে কেঁপে রে ।
কি যে আজ হলো হায় এই হাল জামানায়
আসলের সুন্দর নকলে কি পাওয়া যায় ?
রচনাকালঃ-
১১০১২০১৯ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।