চাঁদনী রাতে কখনো রাস্তায় একাএকা হেঁটেছ?
চারিদিকে নিরব নিস্তব্ধ,
মাঝেসাঝে জিজি পোকা জিক জিক ডেকে উঠে?
শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসে দূর থেকে !
বাঁদুড় তার ডানা ঝাপটে এখান থেকে সেখানে উড়ে বেড়ায় ,
হঠাৎ বাতাসের ঝাপটায় বাঁশঝাড় থেকে ভেসে আসে
এক ভয়ঙ্কর সুন্দর শব্দ ;
নিজ পায়ের আওয়াজ কানে আসতেই থমকে দাঁড়ানো
যেন কেহ মোর পিছু নিয়েছে!
নাকি ভুত?
রোম দাঁড়িয়ে যাওয়া দুরুদুরু বুকে
হঠাৎ পেছনে ফিরে দেখি জোছনার আলোতে নিজের ছায়া ;
বাতাসে নুয়ে পড়া গাছের দিকে তাকিয়ে
আঁৎকে উঠা,জিন পথরোধ করে দাঁড়ায়নি তো?
দোয়া কালাম পড়ে বুকে ফুঁক দিয়ে ফের এগিয়ে চলা ।
বাড়ির নিকট এসে খাপছাড়া নিজেকে
যুদ্ধে জয়ী গাজীর মত অনুভব করা
আমি বীর উন্নত মমশির..... ।।
রচনাকালঃ-
১৯০৮২০১৮ খ্রীস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।