রাতগুলো গভীর হতে থাকে,আরো গভীর;
নিকষ কলো আঁধারীতে ছেয়ে যায় সারা শহর
শনশন করে পাশ কেটে যাওয়া গাড়ীতে
আধ-সোয়া মানুষ স্বপ্নে ডুবে আছে,
কেউবা গভীর ঘুমে আচ্ছন্ন ।
টিমটিমিয়ে জ্বলা আলো আশার স্বপ্ন দেখায়, ভাবাই
কেউ একজন হয়তো আমার মতই ভাবছে!চলছে!
রাস্তার পাশঘেষে যাওয়া খালে হঠাৎ
ছলাৎছলাৎ আছড়ে পড়ছে ঢেউ;
আমায় সঙ দিচ্ছে, মন ভুলাতে ।
আমি নির্বীকার হেটেই চলছি অনমনে
মাঝেসাঝে জোঁপঝাপ থেকে ঝিঁঝিঁ পোকা
ঝিঁকঝিঁক করে ওঠে,
মনে হয় কত কিছুই না তার বলার বাকী;
সে বলতে চায় ।
রাত আরো গভীর, আঁধারের খেলা চলছে
জোনাক পোকা এতো রাতে আর সঙ দেয় না,
ক্লান্ত শহরের ছোঁপ এখানেও এসে লেগেছে
অসুখের যুগে ওরা সুখ কোথায় পাবে?
গুমোট আধারের ক্লান্ত মানব সুখের নেশায় ঘুরছে
শহর দূরের অলিতেগলিতে  ।

রচনাকালঃ-
০৪০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।