হাজার গুণের তোমার মায়ের যতই বল ভাই,
আমার মা'তো বিশ্ব সেরা তার তুলনা নাই!
মা যে আমার রঙ্গীন ধরা,
স্বপ্ন ঘেরা,সবার সেরা।
জীবন মরণ তাইতো শুধু চাইযে মাকেই চাই।  
-
সবার সেরা
বোরহান উদ্দিন ভূইয়া
২৩-০৮-২০১৫