জর্দা পানের মহান দানে,নির্মিত
লুঙ্গী শাড়ি নাও নিয়ে যাও,যার যত!
পঁচিশ ছাব্বিশ,হাজার-কোটি,লাখ-শত,
প্রাণ দিবে নায়,কিসের এত মাত মাতো!
-
পেটের দায়ে এ'ঘর ও'ঘর,হাত পাতো,
সকাল বিকাল জোটেনা যে,পান্তা ভাতও
নাও নিয়ে যাও কিসের আবার,লজ্জা এত!
প্রাণ রেখে যাও ইচ্ছে যত,দাম কত?

বোরহান উদ্দিন ভূইয়া
(১১-০৭-২০১৫)